সুব্রত বাউরী :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দূর্গাপুর টাউন নগর ওয়েলফেয়ার সোসাইটি ও এক্স এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে উদযাপিত হলো মৈত্রী উৎসব।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখার্জি , প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখার্জি , দুর্গাপুরের তথ্য ও সংস্কৃতি দপ্তর এর আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত প্রমুখ ব্যেক্তিত্বরা ।