নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৫,এপ্রিল :: শুক্রবার পূর্ব বর্ধমানে জেলা স্বাস্থ্য আধিকারিক তথা সিএমওএইচ-এর কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়ন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকর্মীরা ন্যায্য দাবিদাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। তাই তাঁদের বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখেই এই ডেপুটেশন কর্মসূচি।মূলত ইউনিয়নের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে ::
- প্রতিটি কন্ট্রাকচুয়াল পৌর স্বাস্থ্যকর্মীর ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা করতে হবে।
মাসিক ইনসেন্টিভের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং বকেয়া ইনসেন্টিভ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। - কন্ট্রাকচুয়াল আশা কর্মীদের স্থায়ী কর্মীর স্বীকৃতি দিয়ে তাঁদের সকল সরকারি ছুটি, ইএসআই, পেনশন, গ্রাচুইটি-সহ সামাজিক সুরক্ষা দিতে হবে।