শুক্রবার ভোর থেকেই শহর বর্ধমানের সদরঘাট দামোদরের তীরে ছট পুজো উপলক্ষে উপচে পড়া ভিড় দেখা গেলো দামোদর নদে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বর্ধমান :: শুক্রবার ৮,নভেম্বর :: শুক্রবার ভোর থেকেই শহর বর্ধমানের সদরঘাট দামোদরের তীরে ছট পুজো উপলক্ষে উপচে পড়া ভিড় দেখা গেলো দামোদর নদে। সূর্য পুজো করতে উপস্থিত হন শহর বর্ধমান ও বর্ধমান শহর সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ জন । সূর্য পূজা উপলক্ষে দামোদর নদের তীরে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়।

সূর্য ভক্তদের নিরাপত্তা দিতেই অন্ধকার রাত থেকে সদরঘাট দামোদর নদে উপস্থিত থাকেন পুলিশ কর্মীরা। গতকাল সন্ধ্যায় প্রথম অর্ঘ্য হয়েছিল আজ শুক্রবার দ্বিতীয় অর্ঘ্য পুজো সকাল ৫:৫০ মিনিট থেকে শুরু হয়। হিন্দু ধর্মে ছট পুজো মূলত সূর্যদেবতার পুজো। তবে হিন্দিভাষীর মানুষজনই এই পুজো বেশি করে থাকে।

প্রতি বছরই এই ছট পুজো নির্দিষ্ট সময়কাল মেনে পালিত হয়। মহিলারা নদীর জলে নেমে পুজো শুরু করে। তবে এ বছর একটু বেশি জল হওয়াতে অধিকাংশ মহিলা নদীর ধারেই অল্প জলে নেমে এই পুজো করেন।

এই ছট পুজোকে কেন্দ্র করে দামোদরের তীরে সদরঘাটে বিভিন্ন পসরা নিয়ে মেলা বসে । নানারকম খাবার জিনিস থেকে বাচ্চাদের নানা ধরনের খেলনা ইত্যাদি পাওয়া যায় এই মেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − thirteen =