নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৮,জানুয়ারি :: শুক্রবার মালদায় এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি মালদায় এসেই সোজা গেলেন জেলা পুলিশ অফিসে। সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া নিজেও।
রাজ্য পুলিশের ডিজি জেলা পুলিশ অফিসে পৌঁছতেই তাকে সাদর অভ্যর্থনা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, গত সপ্তাহ দুয়েকের মধ্যে মালদায় একাধিক খুনের ঘটনা ঘটে। যারমধ্যে অন্যতম খুনের ঘটনা মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তাকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে।
এছাড়াও গত মঙ্গলবার মালদার কালিয়াচকের নওদা যদুপুরের সালেপুর মোমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, শুট আউট ও শুট আউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়াও সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল সেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারুদ্দিন সেখ।
এই সংঘর্ষ এবং বাবলা সরকার খুন কান্ড-এই দুটি ঘটনার ছবি সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে সাধারণ মানুষ আতঙ্কে শিউরে উঠেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার মালাদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
তিনি জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করবেন বলে খবর। তাই বৈঠকে তিনি জেলা পুলিশ কর্তাদের কী বার্তা দেন এখন সেটাই দেখার।