নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৪,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে দেনুড় পঞ্চায়েতের অন্তর্গত মৌসা গ্রামে শুক্রবার রাতে শিশুদের মধ্যে মারপিট থামাতে গিয়ে বড়োদের মধ্যে মারপিটে মৃত্যু হল এক যুবকের।
মৃত যুবকের নাম হাসিবুল শেখ বয়স ২৩ বছর। হাসিবুল শেখের মাথায় কাঠের চেলা এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, ব্যক্তিদের নাম হলো আক্কেল শেখ, গিয়াস শেখ, ও মহি সেখ। মৃত হাসিবুল শেখকে মন্তেশ্বর থানায় নিয়ে আসা হয়,
তিনজন আহত হয়, মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক দেখেন, পরিস্থিতি খারাপ দেখে বর্ধমান রেফার করেন এবং যারা হাসিবুল শেখ কে খুন করেছে তারা পলাতক, মন্তেশ্বর পুলিশ প্রশাসন তল্লাশি করছেন।