শুক্রবার রাত থেকে শুরু হল নবদ্বীপের রাস উৎসব ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শনিবার ১৬,নভেম্বর :: শুক্রবার রাত থেকে শুরু হল নবদ্বীপের রাস উৎসব । এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব ধর্মালম্বী মানুষ তো বটেই এছাড়াও বহু দূর দুরান্ত থেকে বহু মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাস দেখতে। রাস যাত্রা সনাতন ধর্মলম্বীদের একটি বিশেষ উৎসব ।

রাস মূলত, শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারার অনুষ্ঠিত এক ধর্মীয় উৎসব। জনশ্রুতি প্রচলিত আছে যে শ্রীচৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসব সূচনা করেছিলেন নদীয়ার নবদ্বীপে। নবদ্বীপ রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তি আরাধনা নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য।

তবে এবছর থিমে ঢেকেছে রাশের ঐতিহ্য। চিরাচরিত উচ্চতার ঐতিহ্য ছেড়ে থিমের দিকে ঝুকছে নবদ্বীপ। এক সময়ে রাস মানে ছিল পূর্ণিমার ভরা রাতে বিশুদ্ধ তন্ত্র মন্ত্রে শক্তি মূর্তি সারম্বর পূজা। কার কত বড় প্রতিমা তা নিয়ে চলত প্রতিযোগিতা। তবে এ বছর সেই প্রথা ভেঙে বেরিয়ে এসেছেন নবদ্বীপের একাধিক ক্লাব ও বারোয়ারি পুজো কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =