নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২২,আগস্ট :: শুক্রবার সকালে চালকের অসুস্থতার কারণে মিনিবাস ধাক্কা মারলো ভগৎ সিং স্টেডিয়ামের কাছে বাসস্ট্যান্ডে । জানা গেছে প্রচন্ড গতিতে দুর্গাপুর থেকে রানীগঞ্জ যাচ্ছিল মিনি বাসটি।মহকুমা শাসকের ভবন পেরোনোর পরে মিনি বাসের ড্রাইভার হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং তারপরেই সজরে ধাক্কা মারে ভগৎ সিং স্টেডিয়ামের সামনের বাসস্ট্যান্ডে। আহত মিনিবাসের চালককে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিনি বাসের মধ্যে ৬-৭ জন যাত্রীকে আহত অবস্থায় সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।