নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মালদহ :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: শুক্রবার সকাল সকাল পুরাতন মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অটোচালক।
নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো রাস্তার পাশে গাছে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের।মৃত অটোচালকের নাম বুধু মণ্ডল (৫১)। তিনি পুরাতন মালদার জোড়া কালিস্থান এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের শিমুলধাপ এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বুধু মণ্ডল আট মাইল এলাকা থেকে মঙ্গলবাড়ির দিকে অটো নিয়ে যাচ্ছিলেন।
পথ চলাকালীন হঠাৎ অটোর নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে অটোটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দারা ও মালদা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।

