কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: আগামী ২৭ এ ফেব্রুয়ারি রয়েছে পৌরসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রাক্কালে পুরাতন মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বাসন্তী রায়। প্রার্থীর সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী কার্যালয় এর সূচনা হয় পুরাতন মালদার বাঁশহাট পালপাড়া মোড়ে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার কেন্দ্রীয় সাংগঠনিক সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ একাধিক নেতৃত্বরা।এ দিনের কর্মসূচিতে প্রথমে ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং ফিতা কেটে ওই নির্বাচনী কার্যালয় এর সূচনা করেন সংগঠনের সভাপতি উজ্জ্বল দত্ত ।