নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: রবিবার ১০,মে :: শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ মৌর্য। সম্প্রতি বেশ কয়েকদিন আগে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ২০১৫ সালের আইপিএস অফিসার আশীষ মৌর্য।
শুক্রবার দুপুরে সাংবাদিকদের সাথে পরিচয় এর পাশাপাশি ছোট্ট করে একটি সাংবাদিক বৈঠকও করেন তিনি। বৈঠকের মাধ্যমে তিনি পরবর্তী সময়ে কিভাবে এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে সেই বিষয়েও ব্যাখ্যা করেন।
এছাড়াও এই দিন রানাঘাট পুলিশ জেলার হেডকোয়ার্টার কল্যাণী বুদ্ধ পার্কের কর্মক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।