শুক্রবার ১০০ রাউন্ড গুলি এবং একটি পাইপ গান সমেত দুজনকে গ্রেফতার করলো নাদনঘাট থানার থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২১,মার্চ :: নাদনঘাট থানা পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে পূর্বস্থলীর শুলন্টু পেপার মিলের কাছ থেকে শুক্রবার ১০০ রাউন্ড গুলি এবং একটি পাইপ গান সমেত দুজনকে গ্রেফতার করলো নাদনঘাট থানার থানার পুলিশ।এদিন শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রেস মিট করে সংবাদ মাধ্যমকে এমনই জানালেন অ্যাডিশনাল এসপি রাজিব কুমার। জানা গিয়েছে ধৃতরা হলেন পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা ইজাবুল শেখ এবং চুরু শেখ। এত পরিমাণ গুলি তারা কেন মজুদ করেছিল সেটাই ভাবাচ্ছে পুলিশকে।

এর সাথে কোন আন্তর্জাতিক যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের ১৪ দিনের জেল পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজই কালনা কোর্টে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =