নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শনিবার ২৩,মার্চ :: শুধু জামালপুর নয়,পূর্ব বর্ধমান জেলা জুড়ে নাম ছড়িয়ে রয়েছে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির । ঈদে দু:স্থ দের বস্ত্র বিতরণ, দুর্গা পুজোতে বস্ত্র বিতরণ, করোনা সময় সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া, শীতবস্ত্র বিতরণ, ইফতার মাহফিল সহ নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই সংগঠন।
এই সমস্ত সামাজিক কাজের মূল উদ্যোক্তা তথা এই সংগঠনের সভাপতি তথা যার ডাকে ও উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে ব্লকের বিভিন্ন প্রান্তে পাঠানো যানবাহন এর দ্বারা প্রায় পাঁচ হাজার মানুষ
আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন তিনি হলেন জামালপুর এর আবেগ তথা জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি মেহেমুদ খান।
আজকের এই অনুষ্ঠানে মেহেমুদ খান এর ডাকে উপস্থিত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক আয়েশা রানী এ,এস পি শায়ক দাস, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি।
মেহমুদ খান বলেন এত বড় এই অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য তাকে সর্বতভাবে সাহায্য করে গেছেন তারই সহযোগী এই সংস্থার কোষাধক্ষ্য তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক ও তার অত্যন্ত কাছের ও প্রিয় বিধায়ক অলক কুমার মাঝি।