নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: দেওঘরে জল ঢালতে গিয়ে সরকারি হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি বর্ষণ। ক্ষমতায় এলে ‘বিজেপি’ সরকার এমনই বিলাসী ভাবনা পূরণ করবে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে তৃতীয় বছরের দুর্গাপুজো উদ্বোধনের মঞ্চ থেকে এই মন্তব্য করেন তিনি। শুভেন্দু পুজোর উদ্বোধনের পাশাপাশি বস্ত্র বিতরণ করেন। তবে রাজনৈতিক তরজা এড়িয়ে যাননি।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব নিয়ে তিনি সরাসরি পুরসভা, বিদ্যুৎ দপ্তর ও কলকাতা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করান। তাঁর কথায়, “এটা তো প্রমাণিত, রিপোর্ট তলব করে সময় নষ্ট করার কিছু নেই।”
রাজনীতির মহলে অবশ্য প্রশ্ন উঠছে, যেখানে বিজেপি এখনও বাংলার ক্ষমতার দোরগোড়ায় পৌঁছতে পারেনি, সেখানে আগে থেকেই ‘হেলিকপ্টার আর গোলাপের পাপড়ির’ বিলাসী স্বপ্ন দেখানো কতটা যুক্তিযুক্ত? শুভেন্দুর ঘোষণাকে তাই বিরোধীরা ঠাট্টা করে বলছেন, “পাপড়ির রাজনীতি বাংলার বাস্তব মাটিতে গিয়ে বড্ড হালকা।”