নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আরামবাগ :: সোমবার ৪,আগস্ট :: হুগলির আরামবাগে শুভেন্দু অধিকারীকে ‘জয় বাংলা’ বলা মইদুল মুন্সির বাড়িতে এলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন জয় বাংলা বলাতে সেন্ট্রাল ফোর্স দিয়ে মইদুলের হাত ভেঙে দিয়েছে।মইদুলকে পাশে দাঁড় করিয়ে ফিরহাদ বলেন মইদুল একটি সাহসী ছেলে যা করার করে নিন আমরা জয় বাংলা বাংলাতে বলবোই । তাতে মোদী আমাদের মারলে মারুক, যদি যোগী মারে মারুক , যদি অমিত শাহ মারে মারুক। আর শুভেন্দু, এরাতো থাকলো থার্ড বাচ্চা।
যত এরা মারবে বাংলার মানুষ তত বার জয় বাংলা বলবে। আমাদের প্রাণ গেলেও জয় বাংলা বলা ছাড়বো না জয় বাংলা আমরা বলবোই জয় বাংলা আগামী দিনে সারা ভারতবর্ষে ধ্বনিত হবে।