নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: ১৬ই,এপ্রিল :: শনিবার গভীর রাতে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে শুভেন্দু অধিকারীর অনুগামী তাপস মাঝিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মারধরে পরে ধানের ক্ষেতে ফেলে পালালো দৃস্কৃতিকারীরা। রক্তাক্ত বিজেপি নেতা তাপস মাঝি’কে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, পরে কোলকাতার স্থান্তরিত করা হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু অনুগামীদের উপর হামলার ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এই ঘটনার প্রকাশ্য আসার পরও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দাবি ” মদের আসরে আদি ও নব বিজেপি পঞ্চায়েত টিকিট নিয়ে গন্ডগোল।
সূএের খবর, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের পঞ্চায়েত সমিতি সহ সভাপতি তাপস কুমার মাঝি। এছাড়াও পটাশপুর ১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি ছিলেন। গত বিধানসভা নির্বাচনে বর্তমান বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
এদিকে শুভেন্দু অধিকারী অনুগামী হিসেবে পরিচিত ছিলেন তাপস কুমার মাঝি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরেই শুভেন্দু অধিকারী হাত ধরে বিজেপিতে যোগদান করেন।