সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২০,মার্চ :: গতকাল বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপর হামলার অভিযোগে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ মিছিল। শিলিগুড়ির ভেনাস মোড়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বিজেপির সভাপতি অরুণ মন্ডল সহ বিশিষ্ট নেতৃত্বরা। পাশাপাশি এদিন আশিঘর মোড় এলাকায় বিজেপির তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন দাবগ্রাম টু পঞ্চায়েত প্রধান মিতালী মালাকার, সহ পঞ্চায়েত সদস্য গণেশ রায় কালিদাস রায় আরো অনেকেই।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। শহরের দুই প্রান্তে দুটি মিছিল উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব সহ একাধিক নেতাকর্মীরা। একটি মিছিল ভেনাস মোড় থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে, অপর মিছিলটি আশিঘর থেকে মোড় শুরু হয় ঢাকেশ্বরী মোড়ে হয় শেষ হয়।