শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির চালকের জামিন – পরবর্তী শুনানি ৭ জুন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: ০৬,মে :: জামিন পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির চালক আনন্দ কুমার পান্ডে। শনিবার তমলুক জেলা দায়রা আদালতের বিচারক আনন্দর জামিন মঞ্জুর করেছেন। তাঁকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে বলেও নির্দেশে জানিয়েছেন।

আগামী ৭ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বলে অভিযুক্ত পক্ষের আইনজীবি কল্লোল দাস জানিয়েছেন।
গত বৃহস্পতিবার রাত্রি প্রায় ১০টা নাগাদ দিঘা নন্দকুমার জাতীয় সড়কের চন্ডীপুরে শুভেন্দুর কনভয়ের এই গাড়ির ধাক্কায় ভৈরবপুরের বাসিন্দা সেক ইসরাফিলের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

ঘটনার দিন রাতভর অভিযুক্ত চালকের গ্রেফতারের দাবীতে দিঘা সড়ক অবরুদ্ধ করে আন্দোলন করেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই শুক্রবার শুভেন্দুর গাড়ির চালক আনন্দ কুমার পান্ডে তমলুক থানায় ঘাতক গাড়ি সঙ্গে নিয়ে আত্মসমর্পণ করেন। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। শুক্রবার অভিযুক্ত চালককে ১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। শনিবার পুনরায় তাঁকে আদালতে নিয়ে গেলে ধৃত চালকের জামিন মঞ্জুর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − ten =