নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্ব মেদিনীপুর :: শুভেন্দু অধিকারীর দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রর চেহারা নিল পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর এলাকা৷ বিজেপি এবং তৃণমূল দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর জখম হয়েছে৷ পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে নামানো হয় র্যাফ ও বিশাল পুলিশবাহিনী।ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পুলিশ ও শাসকের এই সন্ত্রাসের বিরুদ্ধে ফের আদালতে যাব৷’’ একই সঙ্গে আগামী ২০২৪ সালে বাংলায় একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করার দাবি জানান শুভেন্দু৷
ঘটনাস্থলে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তরা সঙ্গে শুভেন্দু বলেন, ‘‘আমি এখানে বলে দিয়ে যাচ্ছি, যেভাবে বাংলার পুলিশকে দিয়ে অপকর্ম করা হচ্ছে তাতে ২৪ এ একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট হবে৷
বিজেপির অভিযোগ, এদিন বিরোধী দলনেতার সভাকে কেন্দ্র করে আগত গাড়িগুলিকে জোর করে আটকাচ্ছিল তৃণমূল কর্মীরা৷ সেখানেই পাল্টা প্রতিরোধ গড়তে গিয়ে পরস্পরের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে৷ ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরে ঘটনাস্থলে আসেন শুভেন্দু৷
সেখান থেকে বজরং বালির মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপনের পর প্রতিবাদ সভায় যোগ দেন৷সেখান থেকেই দলীয় কর্মীদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, ‘‘অপেক্ষা করুন৷ এদের পতনের সময় চলে এসেছে৷ যেভাবে পুলিশকে অপব্যবহার করা হচ্ছে তাতে ২৪ সালে এদের জমানা খতম হয়ে যাবে৷ নবান্নে উড়বে গেরুয়া পতাকা৷’’