নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৪,অক্টোবর :: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য ভোটের আগে বড় ধাক্কা। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল। এর ফলে একাধিক মামলায় এখন তাঁকে তদন্তের মুখোমুখি হতে হতে পারে।
হাইকোর্ট জানায়, পূর্বে দেওয়া রক্ষাকবচের মেয়াদ আর বাড়ানো হবে না এবং তদন্ত সংস্থাগুলি নিয়ম অনুযায়ী তদন্ত চালাতে পারবে। আদালতের এই সিদ্ধান্তে শুভেন্দু শিবিরে অস্বস্তি ছড়িয়ে পড়েছে।
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নির্বাচনের ঠিক আগে এই রায় বিজেপির রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, “আইনের চোখে সবাই সমান। আদালতের সিদ্ধান্তে সত্য উন্মোচিত হবে।”
অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এই মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এবং তিনি আদালতে লড়াই চালিয়ে যাবেন।

