শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসকদলের মালদহের হরিশ্চন্দ্রপুরের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার ছবিতে ছয়লাপ হল হরিশ্চন্দ্রপুর ।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৬,নভেম্বর :: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসকদলের মালদহের হরিশ্চন্দ্রপুরের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার ছবিতে ছয়লাপ হল হরিশ্চন্দ্রপুর । ছবির নিচে লেখা হল ‘রাজ্যের গদ্দারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরের গদ্দার। গদ্দার হটাও তৃণমূল বাঁচাও।’

শনিবার রাত থেকে সমাজমাধ্যমে ওই ছবি ভাইরাল হয়েছে। পাশাপাশি গোটা হরিশ্চন্দ্রপুর সদরজুড়ে বিভিন্ন দেওয়ালে পোস্টারে ছেয়েছে ওই ছবি। তৃণমূলের খেয়ে পরে, চেয়ার দখল করে সঞ্জীব বিজেপির দালালি করছেন বলে সরব হয়েছেন তৃণমূল নেতা-কর্মীদের অনেকেই। তাকে সরাসরি গাদ্দার বলে নিশানা করে দল থেকে সরানোর দাবিও উঠতে শুরু করেছে।

সঞ্জীব অবশ্য এই ছবি নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে বলে দাবি করেছেন। যদিও বিজেপির দাবি, এটা তো সবে ট্রেইলার ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের অনেক বড় নেতাই বিজেপিতে আসার জন্য লাইন দিয়ে রয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর অঞ্চল কমিটির সভাপতি সঞ্জীব এলাকায় জম্মু রহমান অনুগামী হিসাবে পরিচিত। যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে একটি ঘরে সোফায় বসে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল নেতা সঞ্জীব। শনিবার রাত থেকে সমাজমাধ্যমে ওই ছবি ভাইরাল হতে শুরু করে। যারা ছবি পোস্ট করেন, তাদের অধিকাংশই তৃণমূলের নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =