নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টিটাগড় :: রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কে বঙ্গ বিজেপির দায়িত্ব দেওয়া হয়েছে খুব ভালো কথা তবে আমার দল ছাড়ার পর অন্তত শুভেন্দুকে বঙ্গ বিজেপি বিশ্বাস করছে । কিন্তু কত দিন করবে সেটা জানা নেই। তবে আমি ওনাকে স্বাগত জানাবো।
“শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিতে সংগঠনিও দ্বায়িত্ব পাওয়ার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিং। এদিন টিটাগরে বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃনমূলের অফিস সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হয় । সেই মিটিং এ অর্জুন সিং, বিধায়ক পার্থ ভৌমিক, মদন মিত্র, সাংসদ সৌগত রায় সব জেলা র সকল নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সৌগত রায় বলেন আগামী দিনে অভিষেকের মিটিং আছে সেটা প্রস্তুতি জন্য এই বৈঠক হলো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় চান যে অর্জুন সিং এতো দিন বিরধী দলে থেকে যে মনোমালিন্য হয়েছে তৃণমূলের নেতা দের সাথে সেটা মিটিয়ে নেওয়া।
অপর দিকে অর্জুন সিং কে বনগাঁ তৃণমূলের দ্বায়িত্ব দেওয়া হতে পারে এই প্রসঙ্গে সাংসদ সৌগত রায় বলেন ” অর্জুন সিং কে বনগাঁ তৃণমূলের দ্বায়িত্ব দেওয়া হবে ।কিন্তু সেটা একটা অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে দেওয়া হতে পারে ওনাকে। কারন অর্জুন ব্যারাকপুরের সাংসদ আর উত্তর ২৪ পরগনার বাসিন্দা আর বনগাঁ উত্তর ২৪ পরগনার অংশ। তাহলে ওকে বনগাঁ র সাংগঠনিক দ্বায়িত্ব দেওয়ার সমস্যা কোথায় আছে ?