নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: সোমবার ১১,আগস্ট ::হাইকোর্টের সৌজন্যে একটা বিরোধী দলনেতা কতবড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে,হাইকোর্টও দেখুক। কি মুখের ভাষা। শুধু শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে তুলে দেবে,বললেন কল্যাণ।শ্রীরামপুর গঙ্গা দর্শনে নিজ বাস ভবনে তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা তৈরি হয়েছিল নবান্ন অভিযানের নামে তা ভাবা যায় না। প্রচুর ক্রিমিনাল এক্টিভিটিস পুলিশকে মারধর সরকারি সম্পত্তি নষ্ট এগুলি ঘটেছে।
শুভেন্দু অধিকারী নিজে উস্কানি দিয়েছে খুব বিশ্রী ভাষায় গালাগাল দিয়েছে। জাস্টিস রাজশেখর মান্থা একটি রায়দান করেছিলেন শুভেন্দু অধিকারীর পক্ষে। সেই রায় দিয়েছিলেন যার ফলে একের পর এক ক্রিমিনাল এক্টিভিটিস করছে শুভেন্দু অধিকারী। ভাষা প্রয়োগ করছেন অত্যন্ত বাজে। Pig son বলছেন ।
এই ধরনের কথাবার্তা রাজনীতিতে বলা উচিত নয়। এই ধরনের লোকদের ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে পশ্চিমবাংলা থেকে। হাইকোর্টের সৌজন্যে একজন অপজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে। হাইকোর্টও দেখুন। সমালোচনা সবাইকে শুনতে হবে।