আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: মঙ্গলবার ১৫,জুলাই :: ভারতের প্রথম প্রাইভেট মহাকাশচারী শুভাংশু শুক্লা সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীতে ফিরে এসেছেন। প্রায় ২১ দিন ধরে তিনি মহাকাশে ছিলেন।
সেখানে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য সংগ্রহে অংশ নেন। তাঁর এই মিশন ছিল ভারতীয় বেসরকারি মহাকাশ উদ্যোগের এক ঐতিহাসিক সাফল্য।
শুক্লা রাশিয়ার সয়ুজ ক্যাপসুলে চেপে কাজাখস্তানে অবতরণ করেন। সেখানে উপস্থিত ছিলেন রাশিয়া ও ভারতের স্পেস এজেন্সির কর্মকর্তারা। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই অভিযানের মাধ্যমে শুভ্রাংশু প্রমাণ করেছেন যে ভারতীয় প্রযুক্তি ও বৈজ্ঞানিক সক্ষমতা আন্তর্জাতিক মানে পৌঁছেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ। প্রধানমন্ত্রী ও বিশিষ্ট বিজ্ঞানীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
শুভ্রাংশুর এই ফিরে আসা ভবিষ্যতের মহাকাশ অভিযানের পথ সুগম করবে এবং দেশের যুব সমাজকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এটি এক মাইলফলক হয়ে থাকবে।