নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ৩০,এপ্রিল :: শুভ অক্ষয় তৃতীয়ার দিন রথের দড়িতে টান পড়লো হুগলি চুঁচুড়ার সিমলায়। রথ মানেই শুনেছেন আষাড় কিন্তু এখানে রথ মানে অক্ষয় তৃতীয়া
শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজ হুগলির উত্তর শিমলার চুঁচুড়ায় অনুষ্ঠিত হচ্ছে বাবা জটিলেশ্বরের বাৎসরিক উৎসব। স্মৃতি জটিলেশ্বর জিউ মন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রচলিত রীতি অনুযায়ী রথযাত্রা সাধারণত আশ্বিন মাসে হয়, যেখানে ভগবান জগন্নাথ রথে চড়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। কিন্তু উত্তর শিমলায় এই প্রথার ব্যতিক্রম ঘটেছে—এখানে বৈশাখ মাসেই অনুষ্ঠিত হয় বাবা জটিলেশ্বরের রথযাত্রা। এই রথে বাবা জটিলেশ্বর বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।
স্থানীয় বিশ্বাস অনুযায়ী, বহু বছর আগে এক মারাত্মক জটিল রোগে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই সময়, বাবার আশীর্বাদেই বহু মানুষ সেই রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। সেই স্মৃতিকে সম্মান জানিয়ে, আজও উত্তর শিমলার মানুষ অক্ষয় তৃতীয়ার দিন এই রথযাত্রার মাধ্যমে বাবা জটিলেশ্বরকে স্মরণ করেন।