নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১৫,এপ্রিল :: শুভ নববর্ষে দুর্গাপুর গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের বারপুজো। এই বারপূজা উপলক্ষে ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
ক্লাবের সম্পাদক মুকুট কান্তি নাহা বলেন আমাদের মধ্যে চারটে টিম আছে সুপার ডিভিশন অনূর্ধ্ব ১৭ অনূর্ধ্ব ১৭ এবং ফার্স্ট ডিভিশনের একটা টিমের খেলোয়াড়দের নিয়ে এইবার পূজায় অংশগ্রহণ করেছিলাম। শুভ কামনার্থে, আগামী দিনে খেলোয়াড়রা যাতে ভালো করে খেলতে পারে তাই জন্যই শুভ নববর্ষে আমাদের এই বার পুজোর আয়োজন