নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়্নাগুড়ি :: শুক্রবার ১৯.জুলাই :: ময়নাগুড়ি শহরের লাইফ লাইন জর্দা নদী। আর সেই নদীর পাশেই বেশ কয়েকটি শুয়োরের খাটাল রয়েছে। অবৈধ ভাবে গড়ে ওঠা এই খাটাল থাকার দরুন জর্দা নদী দূষিত হচ্ছে। এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।
যার জেরে রোগ জীবাণুর প্রাদুর্ভাব বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন প্রশাসন। সেই কারণে ময়নাগুড়ি পৌরসভা এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে খাটাল উচ্ছেদ অভিযান করা হয়। অবৈধ খাটাল মালিকদের একদিনের মধ্যে খাটাল সরিয়ে না নিলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে এদিন জানানো হয়।
এই বিষয়ে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, ” ময়নাগুড়ি শহরের প্রাণ জর্দা নদী। সেই নদীর পাশে বেশ কিছু অবৈধ শুয়োরের খাটাল রয়েছে। যার জেরে নদী যেমন নোংরা হচ্ছে, তেমনি শহরের বুকেও মাঝে মধ্যে শুয়োর এসে নোংরা করছে।
এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এলাকায় এবং রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। তাই আজকে পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে খাটাল উচ্ছেদ অভিযানে নেমেছে। খাটাল মালিকদের সতর্ক করে দেওয়া হল যাতে দ্রুত তারা সরিয়ে নেন খাটাল গুলি। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”