নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৬,এপ্রিল :: উৎসবের আঙিনায় সম্প্রীতির বার্তা। আগামীকাল রামনবমী। তাই দুর্গাপুর শিল্পাঞ্চলে উৎসব শুরু হয়ে গেল আজই।
রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে আজ সকাল থেকে দুর্গাপুরের বি-জোন অঞ্চল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নারী পুরুষ শিশু দের নিয়েই সি-জোন থেকে শোভাযাত্রা বের হয় যা সমাপ্ত হয় সোনার তরী এলাকায় এসে।
তীব্র গরমে প্রখর দাবদাহে যারা শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন তাদের মিষ্টি শীতল পানীয় পান করালেন এলাকার মুসলিম ভাইয়েরা। মোহাম্মদ আসিফ জানিয়ে দিলেন দীর্ঘ চার বছর পাঁচ বছর ধরেই আমরা এই সম্প্রীতির শোভাযাত্রায় সহযোগী হই।
কয়েকদিন আগেই আমাদের ঈদ উৎসব গেছে সেখানে হিন্দু ভাইয়েরা আমাদের সঙ্গে ছিল কাঁধে কাঁধ মিলিয়ে, সামিল হয়েছিল উৎসবেও। তাই এই সময় রাম নবমী শোভা যাত্রায় আমরাও শামিল হলাম অন্তর থেকে, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষেই এই মানবতার দৃষ্টান্ত আমরা তুলে ধরতে চাই।
সকলেই আমরা একে অপরের জন্য এই বার্তা ই আমাদের মূলমন্ত্র। তীব্র গরমে দীর্ঘ পথ কলস নিয়ে যাত্রা করে কচিকাঁচা ও মহিলারা শীতল পানীয় গলায় ঢালতেই উধাও বিভেদের বার্তা। এরপরেই উভয় সম্প্রদায়ের সম্মিলিত নাচ শুরু হয়ে যায়। এই নাচেও এই উৎসবে যোগদান বহু পথ চলতি মানুষও।
আজ থেকেই শুরু হয়ে গেল দুর্গাপুর জুড়েই সাড়ম্বরে রামনবমী উৎসব। সমগ্র শোভাযাত্রাটিকে ঘিরেই পুলিশ প্রশাসন ছিল সঙ্গে।