শুরু হলো নবদ্বীপের ঐতিহ্যমন্ডিত রাস উৎসব।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বৃহস্পতিবার ৬,নভেম্বর :: শুরু হলো নবদ্বীপের ঐতিহ্যমন্ডিত রাস উৎসব। এহেন কোন দেবদেবী নেই যাদের নবদ্বীপের রাসে দেখা মেলে না। শিব, কালি দুর্গা থেকে শুরু করে অন্নপূর্ণা ভুবনেশ্বরী, ভারত মাতা, মা চন্ডী, শবশিবা, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, অকালবোধন প্রভৃতি।

সকাল হতে ই শুরু হলো নবমী প্রথা। প্রথা ও রীতি অনুযায়ী সমস্ত পুজো বারোয়ারী কমিটি বিশাল বিশাল থালা করে ভোগ নিবেদন করতে যায় পোড়া মা তলায় পোড়া মায়ের উদ্দেশ্যে। এরপর মন্ডপে মন্ডপে চলে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা। নবদ্বীপের অলিতে গলিতে শুধুই এখন তাসা ব্যাঞ্জোর আওয়াজ।গোটা নবদ্বীপ থানা এলাকা জুড়ে শহর ও গ্রাম মিলিয়ে মোট পুজোর সংখ্যা ৪০১ টি। এদের মধ্যে অনুমতি মিলেছে একটু ২১৫ টির। ইতিমধ্যেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে নবদ্বীপে। অন্যদিকে ভাগীরথী ও জলঙ্গী নদী পেরিয়ে অসংখ্য পর্যটক ছুটে আসে নবদ্বীপে।

জলপথে ও চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। নামানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে। স্পিড বোডে করে ভাগীরথী নদীতে চলছে নজরদারি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নবদ্বীপের রাসের আড়ং শোভাযাত্রা।

নবদ্বীপের অনুমতি থাকা বারোয়ারী পূজা কমিটি অংশ নেবে আরং এ।চক্রাকারে প্রদক্ষিণ করবে গোটা নবদ্বীপের রাজপথ। এর পরেই নবদ্বীপের ভাগীরথী নদীর বিভিন্ন ঘাটে চলবে প্রতিমা নিরঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 11 =