সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: আজ থেকে শুরু হলো বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট। আজ সকালে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। শিলিগুড়ি কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মোট আটটি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে।
নকআউট ভিত্তিতে খেলা চলবে। আটটি দল থেকে পরবর্তী রাউন্ডে চারটি দল উঠবে। এরপর চারটি দল থেকে পরবর্তী রাউন্ড অর্থাৎ ফাইনালে খেলবে দুটি দল। সাদা বল ও রঙিন পোশাকে এই টুর্নামেন্ট খেলা হচ্ছে। শিলিগুড়ি র পাঁচটি দল ও শিলিগুড়ির বাইরের মোট তিনটি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে।
প্রথম দিন ছিল ম্যাচ দেখতে দর্শকদের যথেষ্ট ভিড়। এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।