সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: রবিবার ২৬,অক্টোবর :: শুল্ক বিভাগের এক অফিসারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন সোনারপুরের এক অটোচালক। সেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। আক্রান্ত অফিসারের নাম প্রদীপ কুমার। তিনি সোনারপুরের মেগাসিটির বাসিন্দা
জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি ফেরার সময় এক অটো চালকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ, দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরপর ওই চালক চলে যান। কিছুক্ষণ বাদে তিনি আরও কয়েকজনকে নিয়ে এসে চড়াও হন ওই অফিসারের উপর। তাতে আহত হন তিনি।
বৃহস্পতিবার থানায় মারধরের অভিযোগ দায়ের করেন প্রদীপবাবু। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল গাজী নামে একজনকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি পোলঘাট এলাকায়। ঘটনায় আরও কারা যুক্ত তাঁদের খোঁজ করছে পুলিশ।

