নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ৮,অক্টোবর :: শরতের হিমেল হাওয়া কাশফুলের চাদর সবকিছু মিলে আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজর চতুর্থী। প্রত্যেকটি পুজো মণ্ডপ তারা নিজস্ব থিমে সুসজ্জিত হয়েছে অনেক পূজা মন্ডপ উদ্বোধন হয়ে গেছে।
আজ শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির ১৬ তম বর্ষের পূজো মণ্ডপ উদ্বোধন হলো উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন এবং পুলিশ সুপার বৈভব তেওয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি অরুনাভ দাস, ছাতনার বিডিও সৌরভ ধল্ল, ছাতনা থানার আই সি সিদ্ধার্থ সাহা, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
নারীশক্তি, মাতৃঋণ সহ একাধিক থিমে বেশ কয়েক বছর ধরেই দর্শনার্থীদের নজর কেড়েছে শুশুনিয়া সার্বজনীন। এ বছর তাদের থিম পার্বন প্রিয় বাঙালি। এ প্রসঙ্গে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির কর্মকর্তারা জানান “দর্শনার্থীরা মন্ডপ খুব উপভোগ করবে।”
এবছর শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম সং গেয়েছেন বিশ্বজিৎ কর্মকার। প্রতিবছরের মতো এ বছরও থাকছে মাতৃদুগ্ধ কেন্দ্র এবং দর্শনার্থীদের জন্য হেল্পলাইন নাম্বার। এছাড়া এবার নতুন করে সংযোজিত হলো সাইবার স্কন্দ।