সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ৩০,জানুয়ারি :: কয়েকদিন আগেই দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পেরিয়ে গিয়েছে। গোটা দেশজুড়ে স্বাড়ম্বরে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। দেশের বিভিন্ন প্রান্তে কুচকাওয়াজ থেকে শুরু করে নানান অনুষ্ঠানে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। শূন্যের গুলি ছুঁড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন বিজেপির যুব নেতার।
বন্দুক ফাটিয়ে প্রজাতন্ত্র দিবসের উদযাপনের সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবি ভাইরাল হতেই বিতর্কে জড়িয়ে পড়ল বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জী। সম্পতি যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেই ছবিতে দেখায় গিয়েছে বিজেপির যাদবপুর সংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জী শূন্যে বন্দুক দিয়ে গুলি ছুড়ছে।
এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক ৷ এই ছবি সোশাল মিডিয়াতেও দেওয়া হয় ৷ যদিও বিতর্ক দেখা দিতেই তা সরিয়ে নেওয়া হয়েছে ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে মলয় চ্যাটার্জি জানান, এটা বন্দুক নয়, এটা এয়ারগান ৷ মেলায় বেলুন ফাটানোর জন্য যে বন্দুক ব্যবহার করা এটা সেই জাতীয় বন্দুক ৷ এর সাথে মানিকচক, বৈষ্ণবনগরের বা ইংরেজবাজারের কোনও তুলনা করতে যাবেন না ৷
আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক ৷ আমাদের উদ্দ্যেশ্য কখনই কাউকে ভীতি প্রদর্শন করা নয় ৷ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের সন্মান জানাতে তারা প্রজাতন্ত্র দিবসে এই কাজ করেছেন ৷ এটাকে অতিরঞ্জিত করে দেখানো উচিত নয় ৷ ভয় দেখানো তৄণমুলের কাজ ৷ এটা আমাদের কাজ নয় ৷ শাসক দলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ এটি এয়ার গান কিনা তা খতিয়ে দেখুক পুলিশ প্রশাসন।