শেখ সুকচাঁদ স্পষ্ট জানান, জেলা পরিষদের কাজ হওয়ায় তিনি কোনওরকম কমিশন দিতে রাজি হননি। তার জেরেই দীর্ঘ ১২ দিন ধরে তিনি নিজের মেশিনপত্র উদ্ধার করতে পারেননি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার৩১,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান–১ নম্বর ব্লকের সরাইটিকর গ্রাম থেকে ভায়া দক্ষিণপাড়া হয়ে নতুন গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পিচের রাস্তার কাজ শেষ হলেও তা ঘিরে চরম বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জেলা পরিষদের টেন্ডারপ্রাপ্ত এক ঠিকাদারের অভিযোগ, কাজ সম্পূর্ণ হওয়ার পরেও তাকে পরিকল্পিতভাবে হেনস্তা করা হয়েছে এবং কমিশন না দেওয়ায় তার যন্ত্রপাতি দীর্ঘদিন আটকে রাখা হয়েছে।অভিযোগকারী ঠিকাদার শেখ সুকচাঁদের দাবি, জেলা পরিষদ থেকে প্রায় ১২ লক্ষ টাকা (জিএসটি সহ) টেন্ডার পেয়ে নির্ধারিত সিডিউল অনুযায়ী ১৮ ডিসেম্বর রাস্তার কাজ সম্পূর্ণ করেন তিনি।

কিন্তু পরদিন, ১৯ ডিসেম্বর কাজ শেষে রোলার ও অন্যান্য যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় দুই ব্যক্তি—ঝন্টু মুন্সি ও শেখ উজ্জ্বল—তাকে বাধা দেন।

ঠিকাদারের আরও অভিযোগ, বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তাকে জানানো হয়, তৃণমূল কংগ্রেসের বর্ধমান ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি মানস ভট্টাচার্য ও অঞ্চল সভাপতি গৌতম হাজরার নির্দেশেই এই বাধা।

পরে ওই দুই নেতার সঙ্গে ফোনে কথা বলানো হয় এবং সেখানেই তার কাছ থেকে এক লক্ষ টাকা ‘কমিশন’ দাবি করা হয় বলে অভিযোগ। কমিশন না দিলে যন্ত্রপাতি ছাড়া হবে না—এমন হুমকিও দেওয়া হয় বলে ঠিকাদারের দাবি।

শেখ সুকচাঁদ স্পষ্ট জানান, জেলা পরিষদের কাজ হওয়ায় তিনি কোনওরকম কমিশন দিতে রাজি হননি। তার জেরেই দীর্ঘ ১২ দিন ধরে তিনি নিজের মেশিনপত্র উদ্ধার করতে পারেননি। বিষয়টি তিনি লিখিতভাবে নিজের দপ্তর ও জেলা শাসককে জানিয়েছেন বলেও দাবি করেন এবং প্রশাসনের কাছে তদন্ত করে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fourteen =