নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ২৯,জানুয়ারি :: শিয়ালের আতঙ্কে সন্ধে নামলেই কার্যত গৃহবন্দী পূর্ব বর্ধমান জেলার কালনার মন্তেশ্বরের মাঝের গ্রাম , খাদরা , কাইগ্রামের বাসিন্দারা । কোনোদিন মুরগি উধাও , কোনোদিন বা ছাগল অথবা হাঁস । প্রথমে গ্রামবাসীরা ভাবতেন চোরেরা রাতের অন্ধকারে এই গুলো নিয়ে পালিয়ে যাচ্ছে । যত শীত পড়েছে ততই এই ঘটনা বাড়তে থাকে ।
শীতের রাতে বাড়িতে ঢুকে ছাগল,মুরগি ও হাঁস নিয়ে চম্পট দিচ্ছে । এমনকি রাস্তা ঘাটে মানুষকে একা পেলেই হামলা চালিয়ে দিচ্ছে শিয়ালের দল । শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক ব্যাক্তি । সকালে মুখ ধোয়ার সময় পেছন দিকথেকে শিয়াল হামলা চালায় । ওই ব্যাক্তিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিয়াল ।আহতের চিৎকার শুনে পালিয়ে যায় শিয়াল। শিয়ালের আক্রমণে ইতিমধ্যেই বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছেন ।সন্ধে হতেই শিয়ালের আতঙ্কে রাস্তায় বার হচ্ছেনা গ্রামবাসীরা ।