সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: আগামী ৩০ নভেম্বর গোসাবা বিধানসভার উপনির্বাচন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আজ প্রচারের শেষ দিন। শেষবেলার তাই প্রচারে গোসাবার মাটি আগলে পড়ে রইলো তৃণমূল , বিজেপি ও আর.এস.পি।শেষ দিনে তৃণমূল কংগ্রেস , বিজেপি ও আরএসপি প্রার্থী কেউ কারো জমি ছাড়তে নারাজ। সবাই প্রচার এর উপর ঝাঁপিয়ে পড়েছে ।
বুধবার সকালে চুনাখালী বাজার থেকে বিজেপির প্রার্থী পলাশ রানা জনসংযোগ শুরু করে। এদিকে আরএসপি প্রার্থী অনিল কুমার মণ্ডলও ত চুনোখালি বাজারে জনসংযোগ করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মন্ডল জনসংযোগ করে গোসাবা বাজার এলাকায় ।
কেউ কারোর একটুও জায়গা ছাড়তে নারাজ। শেষদিনের প্রচারে জনমুখী উৎসাহ ছিল চোখে পড়ার মতো । করোনা বিধি কালে নির্বাচন কমিশনের নির্দেশ মতো ৭২ ঘন্টা আগে সমস্ত প্রার্থীদের প্রচার করার শেষ দিন ধার্য্য । তাই এদিন বিকাল পাঁচটা পর্যন্ত তাদের সময় আছে মানুষের কাছে জনসংযোগ করার । সেই চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে সবাই।