শেষের শুরু… শেষ দেখে ছাড়ব’—কোর্টে তোলার পথে বিস্ফোরক তনয়, মিমি হেনস্তা মামলায় তুঙ্গে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: শুক্রবার ৩০,জানুয়ারি :: বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে আদালতে তোলার পথে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার হওয়া তনয় শাস্ত্রী।

তিনি দাবি করেন, “মিমি চক্রবর্তী বলেছেন শেষের শুরু। আমিও এর শেষ দেখে ছাড়ব। এরপর যদি কিছু হয়, তাহলে উনি নিজের প্রভাব খাটিয়ে করতে চাইছেন।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় মিমি চক্রবর্তীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অভিযোগ, অনুষ্ঠান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শুরু হওয়ায় রাত ১২টা ১০ মিনিট নাগাদ অনুষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়।

এতে অপমানিত বোধ করেন অভিনেত্রী। পরদিন বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

ওই অভিযোগের ভিত্তিতেই গতকাল তনয় শাস্ত্রীকে ডেকে পাঠাতে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আজ তনয় শাস্ত্রী সহ বাকি দু’জনকে বনগাঁ আদালতে তোলা হচ্ছে। আদালতে যাওয়ার পথেই তনয়ের মন্তব্যে মামলাটি নতুন মোড় নিল বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =