নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: রবিবার ২৬,অক্টোবর :: ৭৬ বছর বয়সী ক্যালেন্দিস মালের মৃত্যু হলেও তাঁর শেষযাত্রা ছিল একেবারে অন্যরকম। জীবিত অবস্থায়ই তিনি বলে গিয়েছিলেন, মৃত্যুর পর যেন কেউ কান্না না করে, বরং আনন্দের মধ্যেই তাঁকে বিদায় দেয়া হয়।
ঠাকুমার সেই ইচ্ছা পূরণে নাতি-নাতনিরা ব্যান্ড বাজিয়ে ও বাজি ফাটিয়ে মরদেহকে শ্মশান পর্যন্ত নিয়ে যায়। গ্রামের মানুষজন অবাক হলেও পরিবারের সদস্যরা বলছেন— “ঠাকুমার ইচ্ছা পূরণ করতে পেরে আমরা গর্বিত।”
তবে সমাজের একাংশ প্রশ্ন তুলছে— মৃত্যুর পর এমন আনন্দমুখর বিদায় কি ঠিক বার্তা দিচ্ছে? বারুইপুর গ্রামে এই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

