শেষ পর্যন্ত শুরু হল অস্থায়ী সেতুর কাজ। কাঁকসার বিদ বিহারের নবগ্রাম থেকে জয়দেব মেলায় যাওয়ার জন্য এই অস্থায়ী সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: জয়দেব মেলার আগে অস্থায়ী সেতুর দাবিতে বিক্ষোভ, অবরোধ এবং ক্ষোভে ফুঁসছিল সাধারণ মানুষ। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী কথা দিয়েছিলেন অস্থায়ী সেতুর তৈরীর। শেষ পর্যন্ত শুরু হল অস্থায়ী সেতুর কাজ।

কাঁকসার বিদ বিহারের নবগ্রাম থেকে জয়দেব মেলায় যাওয়ার জন্য এই অস্থায়ী সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতু না হলে বিদ বিহারের মানুষের রুজি রুটিতেও টান পড়বে।এলাকার মানুষজন দাবি রেখেছিলেন অজয়ের অস্থায়ী সেতুর নির্মাণের জন্য। সেই দাবি মেনে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের তদারকিতে তড়িঘড়ি কাজ শুরু হল ।

জেসিবির মাধ্যমে চলছে কাজ। এলাকার বাসিন্দা নন্দদুলাল গরাই এবং কাঞ্চন চট্টোপাধ্যায় ও নরহরি মাঝি বলেন,”আমাদের দাবি ছিল এই রাস্তার। এখন আমরা খুব খুশি।” বিদ বিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন,”মানুষের মধ্যে ক্ষোভ ছিল প্রতিবাদ হয়েছিল।

কিন্তু কথা রেখেছে আমাদের প্রশাসন। মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বিধায়ক নেপাল ঘড়ুই উদ্যোগ নিয়ে অস্থায়ী সেতু করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ  ।

স্থানীয় বিজেপি নেতা জয়দীপ মুখোপাধ্যায় জানান, টানা আন্দোলন এবং রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভের জেরে অবশেষে বাধ্য হয়ে এই অস্থায়ী সেতুর কাজ শুরু হয়েছে। সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + ten =