সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: শুক্রবার ১৮,জুলাই :: শেষ রক্ষা আর হলো না নদীগর্ভে তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট এবং আস্ত ইটের রাস্তা। একটু একটু করে সমুদ্রে গর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগর। অশনি সংকেত গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে নদী বাঁধ একটু একটু করে ভেঙে গিয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
নিম্নচাপের জেরে ইতিমধ্যেই উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারণে বড় বড় দৈত্যাকার ঢেউ আছড়ে পড়ছে মাটির নদী বাঁধে। দুর্বল হয়ে গিয়েছে মাটির নদী বাঁধ |হঠাৎই বুধবার জোয়ারের জলের তোরে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণ এর সামনে এক নম্বর স্নান ঘাট থেকে শ্মশান পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার ইটের রাস্তা ভেঙ্গে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গিয়েছে।
জোয়ারের তোরে বড় বড় ইলেকট্রিক পোস্ট ভেঙ্গে পড়েছে। আতঙ্কে নিরাপদ আশ্রয় সরে যাচ্ছে এলাকাবাসীরা। কপিলমুনি মন্দির প্রাঙ্গণ এর সামনে সমুদ্র ভাঙন রোধ করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার কিন্তু সেই পদক্ষেপ কার্যত বিফলে যাচ্ছে।
একটু একটু করে নদী গর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের প্রাঙ্গণ। ধীরে ধীরে সাগর গিলে খাচ্ছে কপিলমুনিকে। এমনি চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যেই কপিলমুনি মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যাবে।