শেষ হচ্ছে পুলিশি হেফাজতের মেয়াদ তাই রবিবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১০,মার্চ :: শেষ হচ্ছে পুলিশি হেফাজতের মেয়াদ তাই রবিবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সন্দেশখালির ত্রাসকে নিয়ে বসিরহাট আদালতে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এদিন ধৃত তৃণমূল নেতাকে ফের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। উল্লেখ্য প্রায় ৫৬ দিন গা ঢাকা দিয়ে থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি ভোররাতে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় সন্দেশখালির শেখ শাজাহানকে। ওই দিনই বসিরহাট আদালতে তোলা হলে তাঁকে ১০ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

পুলিশ হেফাজতে থাকাকালীনই তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গিয়েও সুবিধা করতে পারেনি রাজ্য। হাইকোর্টের রায়ই বহাল রাখে দেশের সর্বোচ্চ আদালত।

সুপ্রীম কোর্টের নির্দেশেই পরে সিবিআইয়ের হাতে তুলে দিতে বাধ্য হয় রাজ্য পুলিশের সিআইডি। শেখ শাজাহানকে আদালতে হাজির করার সময় বসিরহাটের মহকুমা আদালতে সকাল থেকেই ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twenty =