নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শৌচাগারের কুয়োতে পড়ে গুরুতর জখম দুজন পুরাতন মালদার চালসা পাড়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে পুরাতন মালদার চালসা পাড়া এলাকায় রাব্বুল শেখ নামে এক ব্যক্তির নতুন বাড়ি তৈরি হচ্ছিল এবং তার মধ্যে ছিল শৌচাগারের কুয়ো ।
জানা গেছে দুপুর ১২ টার সময় ওই এলাকায় স্থানীয় বাচ্চারা বাড়ির পাশেই খেলাধুলা করছিল এবং খেলাধুলা করার সময় ওই বাড়িতে থাকা কুয়োর মধ্যে বল পড়ে যায় এবং বাড়ি তৈরি করা রাজমিস্ত্রীরা ওই বল তুলতে গিয়ে পড়ে যায় ডালিম শেখ নামে ২৮ বছরের এক যুবক এবং পরবর্তীতে নবী সেখ নামে ৬০ বছরের এক ব্যক্তি।
তাকে তুলতে গেলে সেও পড়ে যান ঘটনায় খবর পেয়ে ছুটে আসেনা আশপাশ কার এলাকার মানুষজন এবং মালদহ থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলের ইঞ্জিনকে তবে ইঞ্জিন দেরিতে আসায় স্থানীয় রাই উদ্ধার কার্যে লাগেন এবং ওই দুইজনকে উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয় মোলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে তাদেরকে ভর্তি করানো হয়।
বর্তমানে তারা চিকিৎসাধীন এবং পুলিশ এ বিষয়ে জানিয়েছে সুস্থ রয়েছেন আহতরা। অন্যদিকে স্থানীয়রা নতুন বাড়ির মালিকের গাফিলতির জন্য এইঘটনা ঘটেছে বলে জানান তারা।