কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৭,ডিসেম্বর :: দেড় বছর আগে বিয়ে হয়।গত ছয় মাস ধরে পারিবারিক অশান্তির সৃষ্টি হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। একাধিকবার সালিশি সভা হয়।তারপর মেয়ের পরিবার হরিশ্চন্দ্রপুর থানার অভিযোগ করে অশান্তির বিষয় নিয়ে। রবিবার দিন সাত সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কনকণিয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে কাজিরুল ইসলামের গলা কাটা দেহ উদ্ধার হয় রেল লাইন থেকে।
