নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: শনিবার ৩০,মার্চ :: লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনে ভোট ময়দানে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে লড়াই ময়দানে এবার বিজেপির ভরসা শিক্ষক অশোক পুরকাইত।
বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় নাম ঘোষণা করা হয়েছিল মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত এর । শনিবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সরবেড়িয়া শ্মশান কালী মন্দিরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুজো দিয়ে নিজের লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন বিজেপি মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক পুরকাইত।
জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী, তিনি জানান মানুষ নরেন্দ্র মোদির পাশে রয়েছে। তৃণমূল এলাকায় কোন উন্নয়ন করেনি উন্নয়নের নামে শুধু কাটমানি নিয়ে নিয়ে যায়। দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার মানুষ চায় না মানুষ চাই নরেন্দ্র মোদির মতন স্বচ্ছ কেন্দ্র সরকার।
আমার লোকসভা কেন্দ্রে বহু নদী বাঁধ রয়েছে সেই নদী বাঁধ গুলির বেহাল দশা দীর্ঘদিন ধরেই। মানুষ ক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের প্রার্থীদেরকে। এরা নিজেদের পকেট ভরানোর জন্য সেই নদী বাঁধ অস্থায়ীভাবে মেরামত হচ্ছে প্রতিবছর।
এর ফলে প্রতিবছর ভেঙে যাচ্ছে নদী বাঁধ। বানভাসি হচ্ছে বহু মানুষ। আমি ভোটে জেতার পর আমার প্রথম কাজ থাকবে নদী বাঁধ। আমার প্রচারের মূল লক্ষ্যই হলো নদী বাঁধ । স্থায়ী কংক্রিটের নদী বাঁধ করাই হচ্ছে আমার সর্বপ্রথম কাজ।