শ্যামনগরে কারখানার জমি দখলের অভিযোগ, আদালতের রায় থাকলেও দখল মুক্ত করা যায়নি, অভিযোগ নিজেদের জায়গা ফিরে পায়নি মালিক কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্যামনগর :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: ১৯৮৮ সালের গৌরীশংকর জুট মিলের কাছ থেকে লিজ নিয়ে কারখানা তৈরি করেন স্বপন অধিকারী নামে এক ব্যক্তি। পরবর্তীকালে সেই জমি তিনি অন্য আরেক ব্যক্তিকে ভাড়ার জন্য দেন

বিষয়টি জানতে পারে গৌরীশংকর জুট মিল কর্তৃপক্ষ এরপর ২০০৫ সালে ব্যারাকপুর মহকুমা আদলতে মামলা করে গৌরীশংকর জুট মিলের পক্ষ থেকে স্বপন অধিকারীর বিরুদ্ধে।

ব্যারাকপুর মহকুমা আদালতের সিভিল কোর্টে মামলাটি দীর্ঘদিন ধরে চলতে থাকে অবশেষে মামলাটিতে গৌরীশংকর জুটমিল জয়লাভ করে। জগদ্দল থানাকে সাথে নিয়ে ব্যারাকপুর আদালতের নির্দেশে দখল হওয়া কারখানাটি দখলমুক্ত করতে এসে শ্রমিকদের বাধার মুখে পড়েন পুলিশ ও মালিক কর্তৃপক্ষ।

তৃণমূল কংগ্রেসের দাবি শ্রমিকদের পাশে আছে তারা। মিল বন্ধ হয়ে গেলে শ্রমিকরা না খেতে পেয়ে মরবে।এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করে জগদ্দল থানার পুলিশ।

অপরদিকে বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি জায়গা দখলদারি করার জন্যই তৃণমূল ইচ্ছাকৃতভাবে গেটের সামনে গুন্ডা বসিয়ে সমস্ত কাজ বন্ধ করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =