নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাকপুর :: ০৯,মে :: দীর্ঘ বেশ কয়েক মাস ধরেই মাঝে মাঝে খবরের শিরোনামে উঠে আসছে উত্তর ২৪ পরগনার শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানার নাম। মূলত এই কারখানার দুটি ইউনিয়নের মধ্যে শ্রমিক বিবাদ চরমে। দুপক্ষের দ্বন্দ মাঝেমাঝেই প্রকাশ্যে চলে আসছে। এবার কারখানার বিভাগ স্থানান্তর নিয়ে অশান্তি দুই গোষ্ঠীর মধ্যে।
মূলত কারখানার শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল সমর্থিত পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নের সদস্যদের মধ্যে মাঝেমধ্যেই নানান বিষয়ে অসন্তোষ দেখা দেয়। কারখানার ভেতরে শ্রমিক বিক্ষোভের মধ্যেই আচমকা কারখানা কর্তৃপক্ষ পুলিশ ডাকে বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং নামানো হয় র্যাফ।
কারখানা কতৃপক্ষর কাছে মৃত শ্রমিকের পরিবারের ক্ষতিপুরন এবং বকেয়া দাবী নিয়ে বিক্ষোভ দেখান মজদুর মোর্চা ইউনিয়নের সাথে যুক্ত শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি বেধে যায় শ্রমিকদের ।