নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ২৩,জুলাই :: তৃনমূলের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিল ১০ টি শ্রমিক পরিবার । জলপাইগুড়ি জেলার জহুরী তালমা এলাকার বাহাদুর অঞ্চলের
জয়শ্রী টি গার্ডেন এর শ্রমিকরা এত দিন শাসক দলের নেতাদের ওপর ভরসা রেখেই কাজ করে আসছিল ,সম্প্রতি সেই শ্রমিকদের অন্ধকারে রেখেই তৃণমুল নেতাদের মদত নিয়ে চা বাগানের বেশ কিছু অংশ বিক্রি করার অভিযোগ উঠেছে।
এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত বলেন, দীর্ঘ সময় ধরে এই বাগান নিয়ে সমস্যা চলছিলো, আজ এই চা বাগানের শ্রমিকদের ১০ টি পরিবার তৃণমুল কংগ্রেস দলের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগদান করলো।
অপরদিকে এই প্রসঙ্গে জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ জানান, আজ স্থানীয় পঞ্চায়েত এবং এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতে ১০ টি পরিবার তৃণমুল ছেড়ে বিজেপি দলের পতাকা হাতে তুলে নিয়েছে, সবাইকে স্বাগত জানাতে এসেছি এই চা বাগানে।