শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবিতে হলদিয়ার দুর্গাচকে ডিটারজেন্ট কারখানার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়ে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: বৃহস্পতিবার ১৮,জানুয়ারি :: আবারও হলদিয়ার কারখানায় শ্রমিক অসন্তোষ জারি । শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবিতে হলদিয়ার দুর্গাচকে ডিটারজেন্ট কারখানার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়ে । বুধবার তাদের বেতন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় । কিন্তু শ্রমিকদের দাবি , গত দু’বছর ধরে তাদের বেতন পরিকাঠামোর কোন উন্নয়ন হয়নি ।

হঠাৎ করে তা শ্রমিকদের অন্ধকারে রেখে , বুধবার হলদিয়া উন্নয়ন পরিষদে নতুন বেতন পরিকাঠামোর চুক্তি স্বাক্ষরিত হয় । তাই হিন্দুস্তান ইউনিলিভার কারখানার ৩০০ শ্রমিক এই নতুন বেতন সংক্রান্ত চুক্তি মানতে নারাজ। শ্রমিকদের আরো দাবি , শ্রমিকদের সঙ্গে নিয়ে নতুন করে বেতন সংক্রান্ত চুক্তি করতে হবে অবিলম্বে । তা না হলে তারা কাজে যোগদান করবে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twelve =