নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: মঙ্গলবার ২৮,নভেম্বর :: শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা গৌরহাটি ই এস আই হাসপাতালে।চন্দননগর থানার অধীনে এই হাসপাতালে ২৭ ১১ ২০২৩ তারিখে বজবজ হাসপাতাল থেকে চলে আসে ভদ্রেশ্বর বাবুর বাজারের বাসিন্দা জুটমিল শ্রমিক অনিল সিং এর পুত্র ১৯ বছরের রবীন।এর আগে ১২ নভেম্বর গৌরহাটি ই এস আই হাসপাতালে পেটে ইনফেকসনের জন্য ভর্তি হয়।তারপর বজবজে রেফার করা হয়েছিল।
