নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: ২০২৬ নির্বাচনকে সামনে রেখে এবারে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম, শ্রমিক যুব ছাত্র সকলের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে এই বাংলা বাঁচাও যাত্রা, এই বাংলা বাঁচাও যাত্রা উত্তর দিনাজপুর হয়ে হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করবে মঙ্গলবার রাতে।
শহরের সুকান্ত মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা মিছিল সারা শহর পরিক্রমা করে রাজবাড়ী মোড়ে শেষ হবে একটি পথসভার মাধ্যমে, বাংলা বাঁচাও যাত্রা ৫ তারিখ আবার এলআইসি মোড় থেকে মিছিল করে বাংলা বাঁচাও যাত্রা মানিকচকের উদ্দেশ্যে রওনা হবে |
মঙ্গলবার সিপিআইএম সদর দপ্তর মিহির দাস ভবনে একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র।

