নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শ্রমিক স্বার্থে বন্ধ ইঁট ভাটা চালু রাখার দাবিতে আন্দোলনে নামলো বামেরা। মঙ্গলবার সি.আই.টি.ইউ অনুমোদিত বাঁকুড়া জেলা টালি-ইঁটভাটা শ্রমিক কর্মচারী ইউনিয়নের তরফে খাতড়া শহরে মিছিল ও মহকুমাশাসককে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই কর্মসূচীতে বাঁকুড়া জেলা টালি-ইঁটভাটা শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে সি.আই.টি.ইউ নেতা মধুসূদন মাহাতো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাঁকুড়া জেলা টালি-ইঁটভাটা শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে বলা হয়েছে, অস্বাভাবিক হারে মাটির রয়েলটি বৃদ্ধির নামে সরকারী তোলা আদায়, কয়লার মূল্যবৃদ্ধি, পুলিশী হয়রানি এবং গ্রীণ ট্রাইব্যুনাল জোনের নানান ফতোয়ার কারণে ক্ষতিগ্রস্ত ইঁট শিল্প। এই অবস্থায় আগামী বছর ভাটা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিক পক্ষ। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ঐ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা। তাই শ্রমিক স্বার্থে এই আন্দোলন বলে তারা জানান।